শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে মেঘনা নদীতে অভিযান: ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৯ জেলেকে জরিমানা

‎‎রায়পুরের মেঘনা নদীতে অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসের দৃশ্য।

‎রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

‎লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১০ জন জেলেকে আটক করা হয়।

‎রবিবার  (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ডের বিসিজি স্টেশন রায়পুর।

‎পরে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন জেলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

‎জব্দকৃত ৮০ হাজার মিটার জাল (মূল্য প্রায় ১৬ লাখ টাকা) জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

‎জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”

‎অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----