রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।
জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকা।পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন, রায়পুর।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন, “মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২৪ ঘণ্টাব্যাপী উপজেলা মৎস্য অফিসের তিনটি টিম কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।