রায়পুরে মৎস্য বিভাগের অভিযানে ২.৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস


রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন রায়পুর।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন, “মা ইলিশ সংরক্ষণে আমরা ২৪ ঘণ্টাব্যাপী তিনটি টিম নিয়ে নদী ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছি। কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় এসব জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।