শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে জমি নিয়ে সংঘর্ষ,: মা-মেয়ে গুরুতর আহত




‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা–মেয়ে ও এক মুক্তিযোদ্ধাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের টাকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন—গৃহবধূ নাজমা বেগম (৪৫), তার প্রতিবন্ধী মেয়ে নুহা (৩) গুরুতর অহত হয়ে বর্তমানে তারা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আহসানউল্লাহ (৮০) ও তার দুই ছেলে শফিক (৫০) এবং সহীদউল্লা সদুর পরিবারের সঙ্গে প্রায় ৬ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নাজমা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মো. হানিফকেও বেধড়ক মারধর করা হয়।

‎আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে নাজমা বেগমের অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎অভিযুক্ত শহিদউল্লাহ বলেন আমাদের সাথে আমার চাচা হাফির মিয়ার সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। গতকাল আমি বাড়িতে ছিলামনা দোকানে ছিলাম, আমরা উভয়ে অহত হয়েছি। আমরা হাসপাতালে ভর্তি ছিলাম সিট না থাকায় পরে বাড়িতে চলে আসছি। তারা হাসপাতালে ভার্তি আছে।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,
‎“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি পূর্বেও কয়েক দফা মীমাংসার চেষ্টা করা হলেও আহসানউল্লাহ গং সমঝোতায় আসেননি।

‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----