শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎রায়পুরে রমজানকে স্বাগত জানিয়ে জামাতের মিছিল ‎

নিজস্ব প্রতিবেদক ঃ

‎ লক্ষীপুরের রায়পুরে পবিত্র মাহে  রমজানের পবিত্রতা রক্ষা ও  দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে উপজেলা ও পৌর জামাত ইসলাম।

‎শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) বিকাল ৫টার দিকে রায়পুর বড় মসজিদ থেকে পৌর জামাতের নায়েবে আমির এড. কামাল উদ্দিনের  নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

‎মিছিল শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন শহর শিবিরের সভাপতি নুরুন্নবী ও পৌরসভা জামাতের নাবেয়ে আমির এড.কামাল উদ্দিন।

‎হোটেল রেস্তোরাঁ মালিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন দিনের বেলা আপনাদের হোটেল রেস্তোরা বন্ধ রাখবেন রমজানের পবিত্রতা রক্ষার জন্য সহযোগিতা করবেন সকল প্রকার পানাহার থেকে আপনারা বিরত থাকবেন।

এ সময় এ সময় উপস্থিত জেলা জামাতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মনির আহম্মদ, পৌরসভা সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, সহকারী সেক্রেটারি ফজলুল করিম, যুব বিভাগে সভাপতি সাইফ রাকিব প্রমুখ।

‎ মিছিলটি রায়পুর বড় মসজিদ থেকে শুরু করে বাস টার্মিনাল  হয়ে রায়পুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়