রায়পুরে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ
রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
লক্ষীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউপির ৪নং ওয়ার্ড মাতাব্বর হাট এলাকায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, ‘প্রভাব খাটানোর’ অভিযোগ করেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া, মাতব্বর হাটের ৪নং ওয়ার্ডের আনা মিয়া খলিফা বাড়ির মৃত আবদুল লতিফের দুই ছেলে আবুল কালাম বকুল ও মাস্টার রফিক আহমদ।
মাস্টার রফিক আহমেদ বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি কাগজে কলমে আমার বাবা আমাকে লিখিত করে দেয় কিন্তু আমার ছোট ভাই আবুল কালাম বকুল বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে এ সম্পত্তি ভোগ দখল করেন এবং তিনি নানাভাবে আমাকে হেনস্থা করছেন।”
স্থানীয় শালিশদারদের বক্তব্যে মাওলানা হেলাল উদ্দিন বলেন – দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ থাকায় উভয়পক্ষ স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তারিখ নির্ধারণ করে বিভিন্ন সময়ে ও বিভিন্ন তারিখে উভয় পক্ষের আমিন গন ও লক্ষীপুর জর্জ কোর্টের সিদ্ধান্তের আলোকে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে রফিক আহাম্মদ মাষ্টার পাওনা হয় ১২.৮১ শতাংশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে রফিক আহাম্মদ মাষ্টারকে দখল বুঝিয়ে দেওয়া হয় ।পরোপেক্ষিতে দখল বুঝিয়ে দেওয়ার কিছু দিন পর আবুল কালাম বকুল প্রভাব খাটিয়ে শালিশ সঠিক হয় না বলে রফিক আহাম্মদ মাষ্টারকে হুমকি ধমকির মাধ্যমে পূনরায় জমিন বেদখল করে নেন।
এই বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বুকুলের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্বব হয়নি।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।