প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
রায়পুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে রায়পুর উপজেলা ও পৌর জামায়াত।
রবিবার বিকেলে রায়পুর শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী এড. আব্দুল আউয়াল রাসেলের সঞ্চালনায় ,প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহমদ , বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারী নুরনবী ফারুক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল রাকিব, পৌর জামায়াতের নায়েবে আমির এড. কামাল উদ্দিনসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুর নবী বলেন, বাংলাদেশে জামায়াত ইসলামি সবসময় মিডিয়া বান্ধব। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দকে হত্যা করেছে।শুধু হত্যাই করেনি আমাদের বাড়িঘর ভেঙ্গেচুরে শেষ করে দিয়েছে। এমন ফ্যাসিস্ট এর হাত থেকে যাদের মাধ্যমে উদ্ধার হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া করছি।
এসময় তিনি সাংবাদিকদের জামায়াতে ইসলামীর পাশে থাকার আহবান জানান এবং জামায়াতে ইসলামী সাংবাদিকদের পাশে থাকবেন বলে মন্তব্য করেন।
এছাড়াও রায়পুর প্রেস ক্লাবসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.