রায়পুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন আটক!


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মে) বিকেলে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং রায়পুর উপজেলার একজন পরিচিত রাজনৈতিক নেতা।
রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে এক ছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
দেশ জার্নাল/আরজে
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।