রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিব হাছান হাবিব আটক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাকিব হাছান হাবিবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার বাসাবাড়ি এলাকা থেকে স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত সাকিব হাছান হাবিব সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও তছলিম উদ্দিনের ছেলে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, মাদক সরবরাহ এবং সাধারণ মানুষকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল।
দেশ জার্নাল/আরজে

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----