রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হতো দরিদ্রে ২০ পরিবারকে ২৮ বান টেউ টিন ও নগদ ৮৪ হাজার টাকার চেক সহায়তা প্রধান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহায়তায় এসব বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, পৌরসভার কর পরিদর্শক ইকবাল পাটোয়ার, হিসাব রক্ষক নুরে হেলালাল মামুন
৬ নং কেরোয়া ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক ইউনুস ও সমাজসেবক আব্দুর রব সিদ্দিকী প্রমুখ।
ইউএনও ইমরান খান বলেন, উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ২৮ বান ঢেউ টিন ও প্রতিবানে ৩ হাজার টাকা করে নগদ চেক হাতে তুলে দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.