রায়পুরে ৫নং চর পাতা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রায়পুরের ৫নং চরপাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে চর পাতা মজিবুল হক স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ শহিদ উল্লাহ যায়েদ এর সঞ্চলনায় ৫নং চরপাতা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ রফিক উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামাতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, জেলা জামায়াতের শুরাও কর্মপরিষদের সদস্য অধ্যাপক মনির আহমদ , উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল,রায়পুর পৌরসভা জামাতের নায়েবে আমির এড.কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আবুল কাসেম, ওয়ার্ড জামাতের সভাপতি সেক্রেটারি সহ জামায়াত-শিবির ও যুব বিভাগের ৫ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।