মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি শনিবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত প্রতিনিধি সভায়  ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালেহ আহমেদ এর সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সঞ্চলনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

প্রতিনিধি সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার,

রায়পুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমেদ বাহাদুর, রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রেজা ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ.বি.এম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব  সফিকুল ইসলাম আলমাস।

জেলা যুবদলের সদস্য নুরু হেলাল মামুন, জেলা যুবদলের সদস্য ফরহাদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল, রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা,  উপজেলা যুবদল নেতা সুজন পাটোয়ারী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়।

এই ছাড়াও সভায় উপজেলা, ৭নং বামনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড  পর্যায়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----