রায়পুর রিপোর্টাস ইউনিটির নির্বাচন সম্পন্ন


সভাপতি ফরিদ , সম্পাদক শিপন
রায়পুর প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে রায়পুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড.আব্দুল জাব্বার ফরিদ এবং সাধারণ সম্পাদক শিপন পাটোয়ারি । বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৬ সংগঠনটির কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টা ভোট গ্রহণ শুরু হয়ে, বিকাল ৪টা ভোট গ্রহণ শেষে হয়। এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ আমানত হোসেন দিদার ।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন পাটোয়ারি ও প্রচার সম্পাদক ওসমান গনি ,অর্থ সম্পাদক এইস এম মাহবুবুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।