প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
রায়গঞ্জে অবৈধ্য বালু মহলে প্রশাসনের লাল পতাকা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ্য বালুমহালে অবশেষে লাল পতাকা টানিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার(০৮-জুলাই) সকালে উপজেলার সাহেবগঞ্জ ও নলকায় ফুলজোর নদী থেকে উত্তোলিত অবৈধ্য ওই বালুমহালে লাল পতাকা টানানো হয়। জানা যায়, নলকায় প্রায় বেশ কিছু প্রভাব শালী লোকজন এই বালু উত্তোলন করছে এর মধ্যে আব্দুল আলীম,শাহিন,আলমগীর হোসেন ও সাহেবগঞ্জে লিখন ও মনি, ফুলজোর নদী থেকে অবাধে অবৈধ্য বালু উত্তোলন করছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এতে হুমকির মুখে পরছে আবাদি জমি।
একই সঙ্গে অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাবে একাধিক স্থানে পাড় ভেঙে নদীতে তলিয়ে গেছে । এ বিষয়ে সাহেবগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো:ফজলার রহমান বলেন,ফুলজোর নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলের কারনে মালু মহল গুলোতে লাল পতাকা টানানো হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন বলেন,অবৈধ্য বালু মহল গুলো চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.