মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে জাতীয় বীমা দিবস  উদযাপন

আমর জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে চতুর্থ  জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (বুধবার) সকালে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক র‌্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।  

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উপজেলা ইনচার্জ ও জাতীয় বীমা দিবস  উদযাপনের কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন ঢালীর সঞ্চালনায় ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস সহ বিভিন্ন কোম্পানির উপজেলার ইনচার্জ বৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

জাতীয় বীমা দিবসে উপজেলায় কর্মরত ১৫টি লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এস এম দেশ জার্নাল 

 

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----