বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে শিক্ষক দিবস-২০২২ পালিত

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় শিক্ষক দিবস-২০২২ পালন করা হয়েছে। দেশে এবারই প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় রায়পুর পাইলট বালিকা উচ্ছ বিদ্যালয়ের সামনে থেকে ব্যানার ফেষ্টুন সম্বলিত একটি র‍্যালী শুরু হয়ে রায়পুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বেলা ১২ টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিবসের সমন্বয়ক রায়পুর সরকারী কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট অণজন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, হায়দারগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুত তাওহীদ, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষক সালমা বেগম, সোমা ভৌমিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাথমিক শিক্ষক মোবারক হোসেন রোমান। সভায় বক্তারা শিকষক সুরক্ষা আইন ও শিক্ষকদের নিরাপত্তার জন্য জোরদাবী জানিয়েছেন। র‍্যালী ও অনুষ্ঠানে রায়পুরে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল /এস.এম

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----