রেমিট্যান্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দিলেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম


রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
এসো যুবক ঐক্য গড়ি, জ্ঞানের আলোয় আলোকিত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে ব্যতিক্রমধর্মী রেমিট্যান্স যোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে ক্রেস্ট প্রদান, ক্রিয়া প্রতিযোগিতা ও ট্রফি বিতরণের মধ্যে দিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান পালন করেছেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম।
মঙ্গলবার (১লা এপ্রিল) বিকেলে গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম এর আয়োজনে মালেগো গোজার বায়তুল্লাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এমন আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হেফজুল কোরআন প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার, হযরত মোহাম্মদ সাঃ বিষয়ে আরবিতে এবং ইংরেজিতে বক্তব্য প্রতিযোগিতা ও স্নাতক ডিগ্রিধারীদের ক্রেস্ট প্রদান সহ রেমিট্যান্স যোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে ক্রেস্ট প্রদান ক্রিয়া প্রতিযোগিতা ও ট্রফি বিতরণ করা হয়। এছাড়াও শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক করার লক্ষ্যে বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃআরিফ হোসেন বলেন, আমরা সমাজটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি, আর রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেয়ার উদ্দেশ্য হলো, এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা না করলেও যেন বাজে আড্ডায় না জড়ায়, যেন প্রবাসে গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের সমাজের, দেশের অর্থনৈতিক চাকাকে আরো মজবুত করতে উদ্বুদ্ধ হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার মোঃ আনোয়ার হোসেন, উত্তর গাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন দুলাল, উত্তর গাইয়ারচর বাইতুল্লাহ জামে মসজিদের সভাপতি রুহুল আমীন মাল, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন, খোকন মাল, মাওলানা আব্দুস সালাম, শফিকুল ইসলাম, মোঃ ওসমান গনী মাল, বোরহান মাল, রাসেল মাল, বেল্লাল হোসেন মাল, সাংবাদিক বৃন্দ ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।