বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

লক্ষ্মীপুরের টুমচরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

 

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়নের জনতা বাজারে গত ১৭ ই ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুরোপুরি পুড়ে যায় ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এতে জেলা জামায়াতের আমীর জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি জনাব ফয়েজ আহমদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মোঃ ইসহাক সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া এ সময় ক্ষতিগ্রস্ত দোকান-মালিকদের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন, ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করার জন্য নসিহা পেশ করেন এবং অগ্নিকাণ্ড সূত্রপাতের সঠিক কারণ তদন্তের মাধ্যমে বের করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----