রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল কারণে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় এবং জেলা প্রশাসক, লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযানে পূর্ণবাসী ফার্মেসি, মোহাম্মদীয়া ফার্মেসি এবং পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য ও মজুদ রাখার অপরাধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় এ অপরাধের জন্য তিন ফার্মেসিকে মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন লক্ষ্মীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব ডালিম চন্দ্র দাস। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন বলেন , জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে জনগণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ঝুঁকি থেকে নিরাপদ থাকে।
দেশ জার্নাল /সো আ
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.