লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ


লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের সাহেবের চরের শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিমের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের ২নং ওয়ার্ডের করাতির হাটের পশ্চিম পাশে নতুন করাতির ঘাট সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই ড্রেজার বসিয়ে নদী থেকে লাগাতার বালু উত্তোলন চলছে। এতে আশপাশের ফসলি জমি, নদীর তীরবর্তী বাঁধ ও রাস্তা-ঘাট হুমকির মুখে পড়েছে।
সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেটাল পাইপের মাধ্যমে নদী থেকে তোলা বালু করাতির হাট এলাকার বিভিন্ন স্থানে ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় দুই ব্যক্তি হেলাল সরকার ও আক্তার সরকার জানান, তারা এই বালু উত্তোলনের তদারকি করছেন। হেলাল সরকার বলেন, “ইব্রাহিম ভাই বলেছেন ব্যবসাটা দেখে রাখতে, তাই আমরা দেখাশোনা করছি।”
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম জানান, “আমি ড্রেজারের মালিক। এটি আমার ব্যবসা।”
এ প্রসঙ্গে সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভি দাশ বলেন, “নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।