লক্ষ্মীপুর-০২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-০২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় থেকে আসন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল,সদর উপজেলা জামায়াতে আমির মাওঃ হুমায়ুন করিব পাটোয়ারী ,সেক্রেটারি ফয়েজ আহম্মদ, সহকারী সেক্রেটারী আনোয়ার হোসেন পাটোয়ারি সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, দেশের জনগণ একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-০২ আসনের ভোটাররা ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।