প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
লালমনিরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট জয়নুল আবেদীনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নাল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর একটি টহল দল সন্ধ্যা ৭টার দিকে ওই বাজারে অভিযান চালায়। এ সময় যানবাহনের জন্য অপেক্ষায় থাকা জয়নুল আবেদীনকে তার সাথে থাকা ৪১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। র্যাব-১৩ এর মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.