সংবাদের আলো ডেস্ক: রাজধানীর শান্তিনগর এলাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার (২ আগস্ট) দিনগত রাত ১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, শান্তিনগর এলাকার একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.