শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব দত্তর মাতা শাহজাদপুর পৌর সদরের আন্ধারকোটাপাড়া মহল্লার স্বর্গীয় বিষ্ণু পদ দত্তর সহধর্মীণি স্বর্গীয়া গীতা বালা দত্তর (৯২) আত্মার শান্তি কামনায়
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চালা শাহজাদপুরের শ্রীশ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা আশ্রমে শ্রাদ্ধের ভোজ অনুষ্ঠিত হয়। এ সময় তার সকল আত্মীয় স্বজন ও জ্ঞাতিগোষ্ঠির লোকজন উপস্থিত থেকে স্বর্গীয়ার আত্মার শাস্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বর্গীয়া গীতা বালা দত্ত ইহলোক ত্যাগ করেন। পরে শাহজাদপুর মহা শ্মশ্মানে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ কন্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।