প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ
শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশ উদ্ধার
![]()
আসাদুর রহমান, শাহজাদপুর প্রতিনিধি: ১৪ মে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসী বাগদীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী বাগদী দুলাল রায় এর ছেলে জীবন রায়ের (৩৫) বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঁধে।
এ সময় শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষজন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বজনেরা জানান, জীবন গোসল করতে পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আদিবাসী বাগদী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.