এস.এম জাকির হোসাইন
গতকাল ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, গ্রেফতার ও রক্তাক্ত করার ঘটনার প্রতিবাদে সারা দেশের মতো লক্ষ্মীপুরের রায়পুরেও চলছে কর্মবিরতি।
রায়পুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর কামিল (এম.এ) মাদ্রাসা, রুস্তম আলী ডিগ্রি কলেজ ওরায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় ,উদমারা উচ্চ বিদ্যালয়, রাখালিয়া উচ্চ বিদ্যালয়,হালিমা মাদ্রাসা,জনকল্যান উচ্চ বিদ্যালয় ,রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়,চরআবাবিল উচ্চ বিদ্যালয় সহ রায়পুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার সকাল থেকে শ্রেণিকক্ষ বর্জন করে কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকরা জানান, ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া সহকর্মীদের ওপর পুলিশের নির্যাতন বর্বরতার শামিল। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে তাদের আন্দোলন যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
রায়পুর কামিল (এম.এ) মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নোমান সালেহী বলেন, “শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতন লজ্জাজনক ও অমানবিক। সরকার দ্রুত দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।