প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
শুরু হচ্ছে রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ
![]()
সংবাদের আলো ডেস্ক: কে হতে চান ‘বিউটি কুইন বাংলাদেশ’ শুরু হচ্ছে রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ ২০২৪। চ্যাম্পিয়ন পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট। এ উপলক্ষ্যে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্নিগ্ধা হোসাইন প্রিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আয়োজক লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি ও রিয়েলিটি শোর প্রধান সমন্বয়ক মো. হেদায়েত উল্লাহ তুর্কী, স্কাইলাইন বিডি এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী আকাশ সাহা, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজু আলিম, ওয়ালটন গ্রুপের পরিচালক বিশিষ্ট সংগীতশিল্পী ইকবাল বিন আনোয়ার ডন।
অংশগ্রহণে আগ্রহী নারীরা অন লাইনে www.beautyqueenbangladesh.com, অফ লাইন এবং অডিশনের দিন সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ থেকে ৪৫ বছর পর্যন্ত। অবিবাহিত, বিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদারসহ যে কোনো নারী এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠানে অডিশন দিতে পারবেন। চ্যাম্পিয়ান নারী অন্যান্য পুরস্কারের সাথে পাঁচ ভরি ওজনের স্বর্ণের মুকুট লাভ করবেন। শীর্ষ দশে থাকা বিউটি কুইনরা পাবেন স্বর্ণের মুকুট। শোতে বিচারক এবং গ্রুমার হিসেবে দেশের স্বনামধন্য ব্যক্তিরা থাকবেন। খুব শীঘ্রই সারা দেশের সব বিভাগীয় শহরে অডিশন শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.