শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে নিশ্চিত করেছেন এ তথ্য।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, “দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।”
নিজের মা’য়ের প্রসঙ্গে মূল্যায়ন করার সময় জয় বলেন, “(২০০৯ সালে) যখন তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি। তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না…কিন্তু যাই হোক, মা খুবই, খুবই হতাশ।”
সোমবার পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা থাকা জয় আরও জানিয়েছেন তার মা শেখ হাসিনা রোববার (০৪ আগস্ট) থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।
তবে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।