রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২ মে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সোয়া চার লাখ টাকা।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, শেরপুরের ভিতর দিয়ে ব্যাগে ভরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৪। এসময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে গাড়িযোগে গাজীপুরে নেওয়ার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার মো. আঃ গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন্টু মিয়ার স্ত্রী মোছা. রুকসানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরীকে আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী ও সন্তানের ভুয়া পরিচয় দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করতো। গ্রেপ্তারকৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----