সংবাদের আলো ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ৩০টি সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার খবর পাওয়া গেছে। এরকম একটি ঘটনাও প্রত্যাশিত নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ চলছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদ ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে, তিনি রাজশাহীর প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সেনাপ্রধান ওয়াকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরবে।
বিগত সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, তাদের নিরাপত্তার কারণেই এটি করা হয়েছে।
পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াকার বলেন, অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও উদ্ধারে কাজ চলছে।,
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.