সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমির আহত


কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। শনিবার (০৮ মার্চ) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে লরেন্স বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী।
তিনি জানান, রামগতিতে জামায়াতের একটি প্রশিক্ষক সভায় উপস্থিত হওয়ার জন্য প্রাইভেটকারযোগে জেলা জামায়াতের আমীর লক্ষ্মীপুর থেকে রওনা হন। এসময় লরেন্স বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ছাড়াও লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন আহত হয়। এতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বহরকারী প্রাইভেটকারটি। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
আহত জহিরুল ইসলাম বলেন, রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যোগদানের যাওয়ার পথে লরেন্স এলাকায় পৌঁছালে আমাদের বহরকারী প্রাইভেটকারের টায়ার ফেটে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে আমাদের আমীর সাহেবসহ আমরা আহত হই।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।