উল্লাপাড়া প্রতিনিধি: সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বরুপ নেতাজী সুভাষচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সপল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিঃশওকত ওসমান। গত শনিবার (২২ জুলাই ২০২৩ ইং) বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড ইঞ্জিঃ শওকত ওসমান কে প্রদান করা হয়। ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য বেশ কিছু এ্যাওয়ার্ড পেয়েছেন। এ বিষয়ে ইঞ্জিঃ শওকত ওসমান বলেন, আমি সবসময় ভালো কাজের সাথে সক্রিয় থাকি।
তাই আামকে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি তদন্ত করে আমাকে মনোনীত করেন। গত শনিবার (২২ জুলাই ২০২৩ ইং ) আামকে নেতাজী সুভাষচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড ২০২৩ আনুষ্ঠানিকভাবে প্রদান করা। আগামী তে আরো ভালো ভাবে সমাজসেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।