সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে মেম্বারকে পিটানো সেই যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) ভোরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার সরিষাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান।
আটক মামুনুর উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাষ্টারের ছেলে ও সাবেক যুবলীগ নেতা। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে থানায়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে দলবল নিয়ে ঢুকে মামুন। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের নিকট জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলে সে। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেয় মামুন। এরপর সচিবের কক্ষে বসে থাকা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন ঐ যুবলীগ নেতা। পরে এক পর্যায়ে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন মামুন ও তার দলবল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বারকে মারধর করার ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে মামুনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।