সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী আরামনগর কামিল মাদ্রাসার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদ জামাত। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন উপজেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকী।
এক সাথে কয়েক হাজার মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। ঈদগাহ মাঠে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন জানান, বিশাল এ ঈদগাহ মাঠে প্রায় ১৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ছিল ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।