সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে ফরিদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া ঐ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। গুরুত্বর আহতরা হলেন, একই গ্রামের শাহজামাল (৪৫) এবং তার ছেলে সবুর মিয়া (২৫)। নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় প্রতিবেশী কালু মিয়ার জমিতে দিনমজুর হিসেবে ধান কাটতে যায়।এসময় বৃষ্টি শুরু হলে প্রকট আকারে বজ্রপাত পড়ে ফরিদ মিয়ার পাশে। এসময় সাথে থাকা সহযোগী দুইজনসহ ফরিদ মিয়া গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের পিতা জুলহাস উদ্দিন বলেন, ‘অন্যের জমিতে ধান কাটার জন্য দিন হাজিরা দিয়েছিলেন। হটাৎ বজ্রপাতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ নেই আমাদের। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।