জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করেছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মৃত জেলেরা গত ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। এরপর সমুদ্রে খুঁজে পাওয়া বোতল থেকে তরল পান করেন তারা। এছাড়া কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরও দিয়েছিল তারা।
ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে।শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌ-বাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে অসুস্থ জেলেদের ওই নৌকাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে, সমুদ্রে পাওয়া বোতলগুলোতে কী ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।