সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আরৎ এ ভূমি মালিকদের নায্য পাওনা দাবী করে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কুতুবের চর মৎস্য আড়ৎ এ ভূমি মালিকদের ন্যায্য পাওনা দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সলংগার কুতুবের চর মৎস্য আড়ৎতে এ সংবাদ সম্মেলনে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ভূমির সকল মালিকগন উপস্থিত ছিলেন।
এ সময় ভূমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা সরকার, ভূমি মালিক রফিকুল ইসলাম, আবু হানিফ সহ আরো অনেকে।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মৎস্য আড়ৎ এ আমরা জমি দিলেও আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। একটি কুচক্রী মহল এই মৎস্য আড়ৎটিকে সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত করছে। যার কারণে একদিকে আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না, আর অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই মৎস্য আড়ৎটিকে সিন্ডিকেট মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতাও কামনা করেন বক্তারা।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।