রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন !

                            সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন ! - দেশ জার্নাল

আজিজুর রহমান মুন্না: ‘প্রকৃতি বাঁচলে-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁচবে’ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল শক্তি “” উপরোক্ত স্লোগান কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ( আদিবাসী) জনগণকে দারিদ্র মুক্ত,ক্ষুদা মুক্ত সমাজ গঠন,সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি, ভাষা কৃষ্টিকালচার ও ঐতিহ্য রক্ষার লক্ষে ৯ই আগষ্ট ২০২৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (৯ই আগষ্ট ২০২৩)  বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাগর চৌধুরী পন্টু’র সভাপতিত্বে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল পিপিএম ও বিপিএম সিরাজগঞ্জ, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,জেলা পরিষদের সদস্য ইকরামুল হক।

অনুষ্ঠানের শুভউদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক ও দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং।
অনুষ্ঠানে দিনাজপুর, রংপুর, পাঁচবিবি সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সদস্য গনের উপস্থিত অংশ গ্রহণে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্র শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----