আজিজুর রহমান মুন্না: 'প্রকৃতি বাঁচলে-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁচব' আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল শক্তি "" উপরোক্ত স্লোগান কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ( আদিবাসী) জনগণকে দারিদ্র মুক্ত, ক্ষুধামুক্ত সমাজ গঠন,সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি, ভাষা কৃষ্টিকালচার ও ঐতিহ্য রক্ষার লক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপরকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা শেষে ৩০ ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, ১০০ জনকে স্কুলব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাগর চৌধুরী পন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক ও দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, পৌরছাত্রলীগের সভাপতি মোঃ মতিউর রহমান মতিন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং।এসময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য -সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.