প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে চালককে শ্বাসরোধে হত্যা করে মোটরচালিত ভ্যান ছিনতাই
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিমর(৪৬) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মোটরচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সকালে জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকায় একটি কলা বাগান থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ছয় কণ্যা সন্তানের জনক নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এলাকাবাসি জানান গত রাতে কোন এক সময় কে বা কারা অটোভ্যান চালককে রাস্তার পাশে হাত পা বেধে মেরে রেখে যায় লোকজন দেখে পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত রেজাউলের মেয়ে জানান তার বাবা গত কাল রাত ৮টায় অটো ভ্যান নিয়ে বের হয় রাতে ফিরেননি লোক মুখে সকালে জানতে পারেন কে বা কারা তার বাবাকে হাত পা বেধে মেরে বাসুদেবকোল কলা বাগানে ফেলে রেখে গেছে,তিনি তার বাবা খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতোই শুক্রবার রাতেও তার মোটরচালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.