প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
![]()
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াফি (৮) ও ইশা (৬) পরস্পর দুই বোন। তারা কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা কাউন্সিলর রব্বেল আলী। এলাকাবাসী সূত্রে জানা যায়, কহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশে থাকা পুকুরে নামে।

অনেক সময় বাড়িতে না আসায় তা মা তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে দুই মেয়েকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতাল নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.