প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
![]()
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে পারভেজ ইসলাম (২২) ও একই এলাকার ছোটখাতা গ্রামের সোলেমান মন্ডলের ছেলে হৃদয় ইসলাম (২০)। র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় বৃহস্পতিবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭৯০ টাকা, ২টি মোবাইল ফোন ও মাদক কাজে ব্যবহৃত ভুট্টাবোঝাই ১টি ট্রাক জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.