প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো মানিকগঞ্জ জেলার দেড়গ্রাম ইউপি-জাগির এলাকার বাদশা মিয়ার ছেলে ছানোয়ার হোসেন সানি(৩৭) ও একই জেলার দক্ষিন বিল ডাউলি গ্রামের মন্টু মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে একটি হাইচ এ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এসময় হাইচ এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, ছানোয়ার হোসেন @সানি এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.