প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতো (৬০) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামের মৃত বিশ্বনাথ মাহাতোর ছেলে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৪) ও চৈতন্য চন্দ্রের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামে। চৈতন্য ওই শিশুকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানার পর শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো আসামি চৈত্য মাহাতোকে শাসন করলে তিনি শিশুটিকে ক্ষতি করার চেষ্টা করেন। ২০২২ সালের ৭ জানুয়ারি দুপুরে শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে চৈত্য ওই শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো বাদী হয়ে চৈত্য মাহাতোকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.