উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, ‘দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গ করার কারণে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খাইরুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।