উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষার্থীকে ঘরে আটকে রেখে উত্ত্যক্ত করায় এক কলেজ শিক্ষকসহ ৪ ইভটিজারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, জেলার এনায়েতপুর থানার খামার গ্রাম কলেজের প্রভাষক রাসেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, নাজমুল হক এবং আজিজুল হক হৃদয়।
এ ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে খামার গ্রাম কলেজের প্রভাষক রাসেদুল ইসলামের মুক্তির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী এনায়েতপুর থানার সামনের বিক্ষোভ মিছিল করে।
মেয়ের বাবা মানব জমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলম ওরফে বাবু মির্জা জানান, মঙ্গলবার বিকেলে আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার সময় কেজি মোড় এলাকায় তাকে আটকে রেখে উত্ত্যক্ত করে। খবর পেয়ে তিনি এগিয়ে যান এবং মেয়েকে ছেড়ে দিতে বললে তাকেও মারপিট করা হয়। এনায়েতপুর থানা পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেয়ের বাবা বাদি হয়ে ৭ জন সহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সেই সাথে ইভটিজিং রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।