সিরাজগঞ্জে ২ উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
![](https://deshjournal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বেলকুচিতে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও চৌহালীতে চেয়ারম্যান পদে তাজ উদ্দিনকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরে নিজ বাসভবনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের সভাপতিত্বে সংবর্ধা দেয়া হয়।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441970469_1123972182042225_8797413122531197409_n.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441970469_1123972182042225_8797413122531197409_n.jpg)
এসময় বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও চৌহালী উপজেলা চেয়ারম্যান তাজ উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আলামিন প্রমুখ বক্তব্য রাখেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।