মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি এক বিজিবি সেনার।
সীমান্তে নিহত বিজিবি সদস্য সিপাহী মো. রইস উদ্দিনকে এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তার মরদেহ ভারতের বনগাঁ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে বাহিনী সংশ্লিষ্টরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, তারা দ্রুত মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ লক্ষ্যে পতাকা বৈঠকও আয়োজন করা হয়েছে।
কর্নেল জামিল আরও বলেন, বিএসএফের গুলিতে নিহতের খবর পাবার সঙ্গে সঙ্গেই তারা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। যত দ্রুত সম্ভব মরদেহ ফিরিয়ে আনতে সবধরনের প্রচেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, সোমবার (২২ জানুয়ারি) বেনাপোল সীমান্ত এলাকায় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা জেলেপাড়া পোস্ট এলাকায় গুলিতে মারা যান রইস। তিনি চোরাকারবারী ধরতে একটি টিমের সঙ্গে অভিযানে গিয়েছিলেন।
বিজিবি সদস্যরা জানিয়েছে, চোরাকারবারীদের ধাওয়া করলে ঘন কুয়াশায় দলবিচ্ছিন্ন হয়ে পড়েন রইস। পরে জানা যায়, বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।