শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বপ্ন’ সুপার শপের নতুন যাত্রা এবার রায়পুরে

 

নিজস্ব প্রতিবেদক ঃ

লক্ষ্মীপুরের রায়পুরে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় রায়পুর মেইন রোডের পাশে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনীর শুরুতেই ক্রেতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়৷ এসময় লক্ষ্য করা যায় ঘুরে ঘুরে পছন্দ করছেন তাদের পছন্দসই পণ্য। কয়েকজন ক্রেতা জানান, দেশের অন্যতম সুপার শপ ‘স্বপ্ন’। একই ছাদের নিচে সব পণ্য পাওয়া যায় বিধায় বিষয়টি ভালো লাগে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার ইমরান খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া, অত্র প্রতিষ্ঠানের ইনভেস্টর মো. রুবেল হোসেন চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. পারভেজ চৌধুরী। রায়পুর কামিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা মঞ্জুর হোসাইন, রায়পুর সাব রেজিস্টার মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজী, রায়পুরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ রায়পুরের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়