হরিজন সম্প্রদায়দের উচ্ছেদ বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে পাঁচটায় শহরের রঘুনাথ বাজার এলাকার পৌর টাউন হলের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, শেরপুর জেলা ও শহর শাখা এসব কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখাসহ কয়েকটি সংগঠন এতে সহযোগিতা প্রদান করে। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা শাখার সভাপতি তপন সারোয়ার, আয়োজক সংগঠনের সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, দপ্তর সম্পাদক সঞ্জীব সরকার প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বাংলাদেশের ৪০০ বছরের ইতিহাসসমৃদ্ধ মিরনজিল্লা হরিজনপল্লীকে অন্যায়ভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। সেখানে বসবাসরত হরিজন সম্প্রদায়ের সদস্যদের পুনর্বাসনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সেইসঙ্গে প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়ের লোকদের চাকরি প্রদান এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।